প্রায় এক বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই তিনি ছিলেন শীর্ষে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গত সপ্তাহে র্যাঙ্কিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তবে এশিয়া কাপের ব্যর্থতাই তাকে এ ধাপ নিচে নামিয়ে এনেছে। শীর্ষে উঠে গেছেন সাকিব।
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ শুরুর হওয়ার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৯৮, আর দিলশানের ৪০৪। সিরিজে দুটি ফিফটি করার পাশাপাশি তিন উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে দিলশানকে টপকে গেছেন সাকিব।
দিলশানের পয়েন্ট একই থাকলেও সাকিবের তা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮। তাই টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের অলরাউন্ডার সাকিব এখন এক নম্বর।
তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের অনন্য স্বীকৃতি গ্রহের একমাত্র ক্রিকেটার হিসেবে আগেই অর্জনের খাতায় যোগ করে রেখেছিলেন সাকিব। গত বিশ্বকাপের সময় তিন ধরনের ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার ছিলেন তিনি।
তবে এর আগে ওয়ানডে রেটিং-এ ৩৯৮ পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান ছিলো দ্বিতীয় স্থানে। ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডারের জায়গাটি শ্রীলংকান মারকুটে ব্যাটসম্যান তিলাকরত্নে দিলশানের দখলে।
জাগো/আরএইচএম

