রাজশাহীর পদ্মা নদীতে ২ নৌকা ডুবি, নিখোঁজ ৪

আরো পড়ুন

রাজশাহীর পদ্মা নদীতে দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। দুই নৌকার মোট ৭ জন যাত্রী নিখোঁজ হয়। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ ঢাকা মেইলকে জানান, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ২০/২৫ জন লোক নিয়ে নৌকা পার হচ্ছিলো। এসময় নৌকা ডুবি হলে ৪ জন নিখোঁজ হয়। বাকিরা সাঁতরে উপরে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। এর মধ্যেই সকাল ৯টা ২০ এর দিকে আমরা ঘটনাস্থলে থাকতেই আরেকটি নৌকা ডুবে যায়। এই নৌকার তিনজন নিখোঁজ হয়।

তিনি আরও বলেন, দ্রুত উদ্ধার কাজ চালিয়ে পরের নৌকার নিখোঁজদের উদ্ধার করা হয়। তাদের নাম: সেন্টু, সালাম ও আনারুল। তবে প্রথম নৌকায় নিখোঁজদের পরিচয় এখনও জানা যায় নি।

তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ