রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে সাত দিনের এক নবজাতকসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে তারাগঞ্জের দক্ষিণ হাজিপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা এক নবজাতকসহ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, নীলফামারী জেলার নাছির আলীর ছেলে অ্যাম্বুলেন্সের চালক বরাত আলী (৩০), একই জেলার জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং সাত দিনের বয়সের এক নবজাতক।
হাইওয়ে পুলিশের ওসি মাহবুব মোর্শেদ জানান, ঘটনাস্থলে কেউ মারা যায়নি। মেডিকেলে নেওয়ার সময় আহতদের তিনজন মারা গেছেন।
জাগো/আরএইচএম

