জ্বালানি তেল পরিমাণে কম দেয়ার অভিযোগে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায়ের পর প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের হাতে ধরিয়ে দেয়া হয় মাত্র ২০ হাজার টাকার রসিদ।
বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার ওই কর্মকর্তা ভুক্তভোগীর হাতে ফেরত দেন এক লাখ টাকা।
ঘটনাটি ঘটিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ইমরান হোসাইন। এ ঘটনায় ইমরানের নিজস্ব দালাল হিসেবে পরিচিত রিদুয়ানকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, গত মঙ্গলবার ইমরান হোসাইন নেতৃত্বে ভোক্তা অধিকারের একটি দল রামু বাইপাস সড়ক মোড়ের নাহার ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান বলেন, দালাল রিদুয়ানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

