সড়ক হবে তিন রঙের, হকারমুক্ত থাকবে ‘লাল’

আরো পড়ুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়কগুলো গুরুত্ব অনুযায়ী লাল, হলুদ ও সবুজ এই তিন রঙে চিহ্নিত করা হবে। আগামী সপ্তাহ থেকেই চিহ্নিত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ককে লাল রঙ দ্বারা চিহ্নিত করবো। এ ধরনের সড়কে কোনো হকার বসতে দেয়া হবে না। যারা আছেন তাদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আর কিছু সড়ক গুরুত্ব অনুযায়ী হলুদ ও সবুজ চিহ্নিত করা হবে।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত সড়ক ও হাঁটার পথ থেকে হকার সরানোর কার্যক্রম শুরু হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা এ হকার্স মার্কেটেকে দশতলা বিপনি-বিতান করবো যেখানে আমাদের হকারদের পুনর্বাবাসন করা হবে। এটি একটি দীর্ঘ প্রত্যাশা ছিল। বিভিন্ন কারণে যা বাস্তবায়িত হয়নি। এ মার্কেট ভবনের নির্মাণ কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।

খেলার মাঠ ও পার্কে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, আমরা মাঠ ও পার্ক নিয়ে হাজার প্রতিকূলতা পার করছি। আমরা যদি কোনো সুনির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট মাঠে ও পার্কের বিষয়ে অভিযোগ পাই তা উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করবো।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ