ইতালিতে ফেরত গেলো ১৯ মিলিয়ন ডলারের লুণ্ঠিত পুরাকীর্তি

আরো পড়ুন

নিউইয়র্ক কর্তৃপক্ষ মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ১ কোটি ৯০ লাখ ডলার মূল্যের ৫৪টি পুরাকীর্তি ইতালিকে ফেরত দিয়েছে। লুন্ঠিত এ সব মালামালের বেশির ভাগ ব্যক্তিগত সংগ্রহ ও জাদুঘর থেকে উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স।

এই চালানের মধ্যে আছে ৩০ লাখ ডলার মূল্যের ‘দ্য মার্বেল হেড অব এথেনা’। ২০০ খ্রিষ্টপূর্বে তৈরি এই পুরাকীর্তিটি বছরের পর বছর নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে প্রদর্শিত হয়ে আসছিল।

এ ছাড়া হেজ ফান্ড ম্যানেজার ধনকুবের মাইকেল স্টেইনহার্ডের সংগ্রহ থেকে কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।

ফেরত দেয়া আইটেমের মধ্যে রয়েছে ‘হোয়াইট-গ্রাউন্ড কাইলিক্স’, ‘ব্রোঞ্জ বাস্ট অব আ ম্যান’ নামের পানপাত্র, ফুলদানি, থালা ও রান্নাঘরের নানা ধরনের তৈজসপত্র।

এই প্রত্মসম্পদ উদ্ধারের পেছনে ছিল ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের প্রত্নসামগ্রী পাচার ইউনিট। যার প্রধান কর্নেল ম্যাথিউ বোগদানোস বলেন, আমরা সৌভাগ্যবান যে পুরাকীর্তিগুলো ফেরত দিতে পারছি। সামনে আরো কিছু মূল্যবান সামগ্রী ফেরত দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

ম্যানহাটন ডিএ অফিস বলছে, গিয়াকোমো মেডিসি ও জিওভানি ফ্রাঙ্কো বেচিনাসহ দোষী ব্যক্তিরা স্থানীয়দের সাহায্য নিয়ে ইতালির অরক্ষিত জায়গা থেকে অ্যান্টিকগুলো চুরি করেছিল।

গত দশকের শুরু থেকে বোগদানোসের পুরাকীর্তি ইউনিট ২৫ কোটি ডলারের বেশি মূল্যের প্রত্মসামগ্রী জব্দ করেছে। এ সাফল্য বরাবরই তিনি সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির পুলিশ জেনারেল রবার্তো রিকার্ডি। তিনি বলেন, এই প্রত্মসামগ্রীগুলো আমাদের অতীতের অংশ। যা ভবিষ্যৎ প্রজন্মকে অতীত ঐতিহ্যের কাছে নিয়ে যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ