যশোরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো পড়ুন

যশোরের বেনাপোলে পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বড় আঁচড়া গ্রামের জিয়াউর রহমান জিয়া (৩৭) ও ছোট আঁচড়া গ্রামের মনা (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়আঁচড়া এমপির মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ জিয়াউর রহমান জিয়া ও ছোট আঁচড়া রেল স্টেশনের আসলাম খাবার হোটেলের সামনে থেকে ৩০১ পিচ ইয়াবাসহ মনাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, দুটি পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ