রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভবনের সামনে রাজশাহীর দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) আবদুর রশীদকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশীদ (৫৫), ভান্ডার রক্ষক জীবন (৪২), নির্বাহী পরিচালকের দফতরের পিয়ন সেলিম (৪১), নির্বাহী পরিচালকের পিএ নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামুল (৩৫), পিয়ন ফারুক (৪০) ও ড্রাইভার আবদুস সবুর (৪২)।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সোমবার বিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএমডিএর দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। সাংবাদিকদের আন্দোলনের মুখে হামলায় জড়িত জীবন ও আবদুস সবুরকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
বিএমডিএর চেয়ারম্যান আক্তার জাহান বলেন, আমরা সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছি। ভিডিও ফুটেজ দেখে দুই সাংবাদিকের ওপর হামলার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি তদন্তে উচ্চতর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, প্রাথমিকভাবে আমরা দুজনের বরখাস্তের দাবি করেছিলাম। সে দাবি পূরণ হয়েছে। আরো পাঁচজনকে মঙ্গলবারের (৬ সেপ্টেম্বর) মধ্যে বদলির দাবি জানিয়েছি। কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন। এরপর সাংবাদিকদের আন্দোলন স্থগিত করা হয়।
উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন করতে গেলে বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর হামলা চালায় বিএমডির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিএমডিএ কার্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে।
সূত্র জানায়, সরকারের বেঁধে দেয়া নতুন অফিস টাইমে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন কিনা সে সম্পর্কে সংবাদ সংগ্রহের জন্য বিএমডিএ কার্যালয়ে যান তারা। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর কিছুক্ষণ পর বুলবুল লাইভ সম্প্রচার শুরু করেন।
এ সময় আবদুর রশীদের নির্দেশে কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন রুবেল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বুলবুল প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়লেও রুবেল এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

