সাবেক তারকাদের নিয়ে টুর্নামেন্ট লিজেন্ডস লিগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।
ইন্ডিয়া ক্যাপিটালস সাবেক টাইগার অধিনায়ককে দলে নিলেও ব্যস্ততার কারণে খেলতে পারছেন না ম্যাশ। গণমাধ্যমকে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
মাশরাফি বলেন, লিজেন্ডস লিগে খেলার জন্য প্রস্তাব তো পেয়েছি। নানা ব্যস্ততার কারণে খেলব কিনা ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, টুর্নামেন্টে খেলব না। এ সিদ্ধান্ত সংশ্লিষ্টদের আমি জানিয়ে দিয়েছি।
ইন্ডিয়া ক্যাপিটালসে অধিনায়কত্ব করার কথা ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের। এ ছাড়া দলে আছেন মিচেল জনসন, রবি বোপারা, প্রভীন তাম্বে, দীনেশ রামদিন, আসগর আফগান, লিয়াম প্ল্যাংকেট, রজত ভাটিয়া ও হ্যামিলটন মাসাকাদজার মতো তারকা ক্রিকেটাররা।
প্রতিযোগিতার দ্বিতীয় আসরে ইন্ডিয়া ক্যাপিটালস ছাড়াও অংশ নেবে মানিপাল টাইগার্স, গুজরাট জায়ান্টস ও বিলওয়ারা কিংস। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৮ অক্টোবর।

