লিজেন্ডস লিগকে ‘না’ বললেন মাশরাফি

আরো পড়ুন

সাবেক তারকাদের নিয়ে টুর্নামেন্ট লিজেন্ডস লিগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।

ইন্ডিয়া ক্যাপিটালস সাবেক টাইগার অধিনায়ককে দলে নিলেও ব্যস্ততার কারণে খেলতে পারছেন না ম্যাশ। গণমাধ্যমকে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।

মাশরাফি বলেন, লিজেন্ডস লিগে খেলার জন্য প্রস্তাব তো পেয়েছি। নানা ব্যস্ততার কারণে খেলব কিনা ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, টুর্নামেন্টে খেলব না। এ সিদ্ধান্ত সংশ্লিষ্টদের আমি জানিয়ে দিয়েছি।

ইন্ডিয়া ক্যাপিটালসে অধিনায়কত্ব করার কথা ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের। এ ছাড়া দলে আছেন মিচেল জনসন, রবি বোপারা, প্রভীন তাম্বে, দীনেশ রামদিন, আসগর আফগান, লিয়াম প্ল্যাংকেট, রজত ভাটিয়া ও হ্যামিলটন মাসাকাদজার মতো তারকা ক্রিকেটাররা।

প্রতিযোগিতার দ্বিতীয় আসরে ইন্ডিয়া ক্যাপিটালস ছাড়াও অংশ নেবে মানিপাল টাইগার্স, গুজরাট জায়ান্টস ও বিলওয়ারা কিংস। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৮ অক্টোবর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ