যুক্তরাজ্যকে সরিয়ে পঞ্চম বৃহৎ অর্থনীতি ভারতের

আরো পড়ুন

করোনা পরিস্থিতির কারণে ভারতের অর্থনীতিতে যে অন্ধকার ছাপ পড়েছিল, তা কাটতে শুরু করেছে। এরই মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশগুলোর তালিকায় দেশটির পেছনে পড়েছে যুক্তরাজ্য।

২০২১ সালের শেষ তিন মাসের হিসাবে যুক্তরাজ্যকে সরিয়ে ভারত এখন পৃথিবীর পঞ্চম বৃহৎ অর্থনৈতিক শক্তি। আর পঞ্চম থেকে যুক্তরাজ্যের অবস্থান এখন ষষ্ঠ।

অথচ গত এক দশক আগে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশের তালিকায় প্রথম দশের ভেতরেও ছিল না ভারত।

এর আগেও যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম অর্থনৈতিক শক্তি হলেও ভারত নিজের অবস্থান ধরে রাখতে পারেনি।

এবার সহসাই যুক্তরাজ্যের পক্ষে ভারতকে টপকানো সম্ভব নয়। কারণ দেশটি এরই মধ্যে ৪০ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে ভারতীয় অর্থনীতি এ বছরও ৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস মতে, ভারতের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি।

সম্প্রতি ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে পশ্চিমা দেশগুলো জ্বালানি ও খাদ্যের কারণে যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, ভারতকে তা মোকাবিলা করতে হচ্ছে না। দেশটি রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল, সার, খাদ্যশস্য কিনে চলেছে। একই সঙ্গে পশ্চিমাদের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক ধরে রেখেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ