ইভিএমে জেলা পরিষদের ভোট হবে ৫ ঘণ্টায়

আরো পড়ুন

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৭ অক্টোবর ভোটগ্রহণ করবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান।

আতিয়ার রহমান বলেন, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ তিনটি পদে ভোটারদের ভোট দিতে হবে।

তি‌নি বলেন, তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। আর আপিল কর্তৃপক্ষ হিসেবে থাকছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কারো মনোনয়পত্র বাতিল বা গ্রহণ হলে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।

আতিয়ার রহমান আরো বলেন, জেলা পরিষদ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৫ অনুযায়ী নির্বাচন কমিশন এতদ্বারা উল্লিখিত বিধিমালার ১৪ বিধির অধীন রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল মীমাংসার জন্য আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর। তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১ জেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ