রীতিমতো ট্রল ও নিন্দার শিকার হতে হচ্ছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশী কাপুরকে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তার চালচলন দেখে মদ্যপ মনে হচ্ছিল।
ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত খুশি বের হচ্ছেন নাইট ক্লাব থেকে। কিন্তু তাকে বেশ অসংলগ্ন মনে হচ্ছিল। ভিড় ঠেলে ঠিকমতো হাঁটতে পারছিলেন না। এ সময় তাকে সাহায্য করছিলেন বন্ধু ওরহান। তিনিই ভিড় সামলে বেরিয়ে এসে গাড়িতে উঠতে সাহায্য করছিলেন খুশিকে।
ওই পার্টিতে আরও উপস্থিত ছিলেন কাজল ও অজয় দেবগণের মেয়ে নাইসা। খুশিকে ধরে নিয়ে আসতে হলেও নাইসা একাই হেঁটে বের হয়ে আসেন। পরে দুজনে একই গাড়িতে চেপে চলে যান।
নাইসার স্বাভাবিক হাঁটাই কাল হয়েছে শ্রীদেবীকন্যার জন্য। নেটাগরিকরা তার সঙ্গে খুশির তুলনা করে ধারণা করছেন মদ পানের ফলে তীব্র নেশা হয়েছে। সেকারণে ক্যামেরার দিকেও ঠিকমতো তাকাতে পারছেন না তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা ট্রল শুরু করেন খুশিকে নিয়ে। তবে শ্রীদেবীর ভক্তরা পাশে আছেন তার। তাদের মতে, ভিড়ের মধ্যে খুশিকে সামলানোর জন্যই ওরহান হাজির ছিলেন। একজন বন্ধুর পক্ষে এই কর্তব্য তো স্বাভাবিক।

