শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন স্বামী-স্ত্রী

আরো পড়ুন

গাজীপুরের কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় এক শাড়িতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে ঈমান আলী (৩৫) এবং পার্শ্ববর্তী জুগুলী গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনজু আক্তার (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার গত রাতে হাতে মেহেদী লাগায় এবং প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় ঘরের আড়ার (ধরনা) সাথে দুজনে এক শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির লোকজন দুজনকেই ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

জানা যায়, নিহত স্বামীর আগের সংসারে দুটি কন্যা সন্তান এবং স্ত্রীর আগের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের ছোট ভাই আমান আলী কালীগঞ্জের শীর্ষ মাদককারবারি হিসেবে পরিচিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ