৪৭ সেকেন্ডের টিজারে ৪ সেকেন্ডের উপস্থিতি বাঁধনের

আরো পড়ুন

প্রকাশ পেয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত নেটফ্লিক্সের সিনেমা ‘খুফিয়া’র টিজার। গতকাল সোমবার ৪৭ সেকেন্ডের টিজারটি প্রকাশ পায়। এতে মাত্র ৪ সেকেন্ডের উপস্থিতি দেখা যায় বাঁধনের।

আগুনের আভার দিকে ফুল হাতে এগিয়ে আসছেন বাঁধন। পরনে ছিল শাড়ি। বাঙালি সাজে হাজির করা হয়েছে তাকে। এ থেকে বোঝা যায়, এই সিনেমায় বাংলাদেশ সংযোগ আছে।

প্রথমে এই ছবিতে অভিনয়ের জন্য বিদ্যা সিনহা মিমের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। এরপর মেহজাবীনের কাছে প্রস্তাব পাঠান পরিচালক। গল্পে বাংলাদেশ নিয়ে নেতিবাচক বিষয় থাকায় এতে অভিনয় করতে রাজি হননি তারা। এরপর বাঁধনের কাছে প্রস্তাব নিয়ে গেলে, তিনি তা লুফে নেন।

গত বছর সিনেমাটির শুটিং করতে মুম্বাই গিয়েছিলেন বাঁধন। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ দেখেছিলেন বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। বাঁধনের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎও হয়েছিল। প্রযোজক জেরেমি চুয়ার মাধ্যমে তিনি জানান বিশাল ভরদ্বাজের একটি সিনেমার জন্য বাঁধনের অডিশন নেওয়ার কথা। কান উৎসব থেকে ফেরার পর বাংলাদেশে ‘খুফিয়া’র একটি টিম তার অডিশন নেয়। এরপর লুক টেস্টের জন্য গত বছরের ২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ে যান বাঁধন। সেখানে সাত দিন ছিলেন। মূল শুটিং শুরু হয় ১১ অক্টোবর থেকে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ