নিজঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার  

আরো পড়ুন

যশোর শহরের আশ্রম মোড়ে হোসনে আরা রশনি (৫২) নামে এক মধ্য বয়সী মহিলাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যারাত ৭টার দিকে ঘরের তালা ভেঙ্গে পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত রশনি ওই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী।IMG 20220829 195604

মৃতের প্রতিবেশি ফিরোজা আক্তার জানান, হোসনে আরা রশনি ঘরে একাই থাকতেন। সোমবার তার বৃদ্ধ মা ফোনে না পেয়ে বিকালের দিকে মেয়ের বাড়িতে এসে দেখেন ঘরের বাইরে তালামারা। পরে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙ্গে খাটের বক্সের মধ্যে লুকানো লাশ উদ্ধার করে। তার এক ছেলে মুন্তাসিমুর রহমান আমেরিকায় থাকেন ও এক মেয়ে রাশনা মাহতাব মুনা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ হোসনে আরা রশনির মরদেহ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে। দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর খাটের বক্সের মধ্যে লুকিয়ে রেখেছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ