১৭ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) তাদের বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
জানা গেছে, ভোলার তজুমদ্দিন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) শওকত আলীকে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) পদে পদায়ন দেয়া হয়েছে। তেতুলিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আক্তার বানুকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে, ময়মনসিংহের ভালুকা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদকে ভালুকা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন দেয়া হয়েছে।
ভোলার দৌলতখান উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে, পিরোজপুরের কাউখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) বিনয় কুমার চাকীকে ফরিদপুরের সালথা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) পদে, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নানকে পিরোজপুরের কাউখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে, ফরিদপুরের সালথা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়েরকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়াকে ভোলার তজুমদ্দিন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে ঠাকুরগাঁও সদরে উপজেলায়, ঠাকুরগাঁও সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াহিদকে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিনকে রংপুরের তারাগঞ্জ উপজেলায়, খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) সারওয়ার ইউসুফ জামালকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদকে কক্সবাজারের রামু উপজেলায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরকে একই জেলার ধর্মপাশা উপজেলায় এবং পঞ্চগড়ের বোদা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

