চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করেছে অভিযুক্ত তিন মাদককারবারীকে। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল, মোটরসাইকেল ও ট্যাপেন্ডাটল ট্যাবলেট। তাদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা।

রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৫ টার দিকে দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামে। এসময় পুলিশ গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী খাতুনের বাড়ি থেকে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফফতারকৃতরা হলো, ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের মাজেদ হকের ছেলে ইমতিয়াজ আলী (২৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে আলামিনক (২০)। গ্রেফতারকৃতদের ব্যবহৃত কালো রংয়ের একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল তল্লাশি করে ৯ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬ টার দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। পুলিশ প্রতাপুর থেকে গ্রেফতার করে অভিযুক্ত এক মাদককারবিকে। গ্রেফতারকৃত ব্যক্তি হলো, জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে আক্তারুজ্জামান লিটন (৩৮)। গ্রেফতারকৃত লিটনের কাছ থেকে ৭০০ পিচ ভারতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত তিন মাদককারবারীর বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ