জুন মাসে পাকিস্তানে বন্যায় ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু

আরো পড়ুন

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় আরো ৩৯ জন মারা গেছেন। এই নিয়ে গত জুন মাস থেকে চলতি বন্যায় দেশটিতে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ছাদ ধসে পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং ডুবে যাওয়ার মতো ঘটনায় সিন্ধু প্রদেশেই অন্তত ২৫ জন মারা গেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সামা নিউজ এজেন্সি জানিয়েছে, সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে।

এ ছাড়া প্রদেশটির খায়রপুর জেলার একটি গ্রামে সোমবার সন্ধ্যায় একটি মসজিদের ছাদ ধসে পড়ে অন্তত ৭ জন মুসল্লি মারা গেছেন। খায়পুর জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

বেলুচিস্তানেও বন্যা ও প্রবল বৃষ্টিতে অন্তত ৯ জন মারা গেছেন। এই প্রদেশে প্রবল বন্যা শত শত গ্রামকে ডুবিয়ে দিয়েছে।

বেশির ভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে দক্ষিণ সিন্ধু এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে, যেখানে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে।

এরই মধ্যে সরকারি-বেসরকারিভাবে তৈরি করা আশ্রয় শিবিরগুলোতে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে বলেছে, সেনারা সিন্ধু, বেলুচিস্তান, পাঞ্জাব ও কেপিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ