হেড কোচ রাসেল ডোমিঙ্গো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি!

আরো পড়ুন

পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বিপাকে পড়েছেন জাতীয় টেস্ট ও ওয়ানডে দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ওই সাক্ষাৎকারে বিসিবি কর্তাদের পরোক্ষ সমালোচনা করেন প্রোটিয়া এ কোচ। আর এতে ক্ষুব্ধ বোর্ড। তারা ডমিঙ্গোর কাছে কারণ জানতে চেয়ে চিঠি দেয়ার কথা ভাবছে।

বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ডমিঙ্গো বলেন, তিনি ক্রিকেটারদের ওপর চিৎকার করতে চাননি ও ড্রেসিংরুমে শান্ত পরিবেশ বজায় রাখতে চেয়েছিলেন। যেটি ম্যানেজমেন্টের অনেকের পছন্দ হয়নি। একই সঙ্গে এ সাউথ আফ্রিকান বলেন দলের ‘আশেপাশে এতো লোকজনের কথা শোনার ছিল’ যে দলকে সামলানো আর সম্ভব হয়নি তার পক্ষে।

ডমিঙ্গোর ইঙ্গিত স্পষ্টই বিসিবির কর্মকর্তাদের জাতীয় দলের হস্তক্ষেপের ওপর। স্বাভাবিকভাবে বোর্ড বিষয়টিকে সহজে নেয়নি। সে কারণে ডমিঙ্গোর কাছে ব্যাখ্যা চাইবে বিসিবি।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূস।

ইউনূস বলেন, বিষয়টা আগে খতিয়ে দেখি। এ নিয়ে আমার মনে হয় বোর্ড থেকে তার কাছে একটা চিঠি যাওয়া উচিত যে, বক্তব্যগুলো দিয়ে আসলে তিনি কী বোঝাতে চেয়েছেন। যদি আমাদের পরিষ্কার করে বলে তাহলে আমরা বুঝতে পারব কোথায় সমস্যা হচ্ছে।

তবে ডমিঙ্গোকে শোকজ করা হচ্ছে না বলে নিশ্চিত করেন ইউনূস।

তিনি বলেন, এটা আসলে শোকজ নয়, আমরা আসলে জানতে চাইব। এজন্যে বলেছি যে, এ মুহূর্তে মন্তব্য করতে চাচ্ছি না। আগে নিজেদের মাঝে আলাপ করে দেখি। আলাপ করার পর পরবর্তী অ্যাকশনটা কী হবে সেটা আপনাদের জানাতে পারব।

এশিয়া কাপে দলের সঙ্গে যাননি রাসেল ডমিঙ্গো। টি-টোয়েন্টি দলের জন্য টেকনিক্যাল পরামর্শক এস. শ্রীরামকে এনে তাকে মূলত টেস্ট ও ওয়ানডের দায়িত্ব দিয়েছে বিসিবি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ