কক্সবাজারের ঝিলংজায় মেহেদী অনুষ্ঠান থেকে ফেরার পথে দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুল শিক্ষিকা।
মঙ্গলবার (২৩ আগস্ট) এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন।
মামলায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮) নামে একজনসহ অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা তার এজাহারে উল্লেখ করেন, গত ১৮ আগস্ট রাতে তিনি ভাগ্নি সম্পর্কের একজনের মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে কথা হয় বেদার মিয়ার সঙ্গে। পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইকযোগে নিজ বাড়িতে ফেরার পথে বেদার ও তার সহযোগীরা তাকে টেনে তাদের ইজিবাইকে তুলে নেন।
তারপর অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে বেদারসহ তিন জন তাকে ধর্ষণ করে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী নারীর এজাহার পাওয়ার পর মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে মাঠে রয়েছে পুলিশ।

