২০০৪ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন ।
রবিবার (২১ আগস্ট) সকালে গ্রেনেড হামলার প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবিব শিপার, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও যুবলীগ নেতা জাফিরুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবুসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী।

রবিবার বিকাল পাঁচটায় ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য, এ্যাড সাইদুর রহমান, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান বরি, তাঁতি লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান, ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান হৃদয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট আমলে তাদের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। বিভিন্ন সময় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু আল্লাহপাক তাকে রক্ষা করেছেন। এসময় বক্তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি কার্যকরের দাবি করেন।
সমাবেশ শেষে গ্রেনেড হামলার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়ক হয়ে পারবাজার থানার মোড় প্রদক্ষিন করে উপজেলা মোড়ে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক নাসিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শামসুর রহমান, যুবলীগ নেতা জাফিরুল হক, আব্দুল বারিক, আবু জাফর মনি, জাহাঙ্গীর হোসেন, আব্দুল জব্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান কেটি, মৎসজীবী লীগের আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গদখালী ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, পানিসারা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পিপুল, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সর্দার, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, শংকরপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জিসহ ঝিকরগাছা উপজেলা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।

