এবার ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা ইলন মাস্কের

আরো পড়ুন

এবার ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিলেন ইলন মাস্ক। এক টুইট বার্তায় তিনি এ ঘোষণার কথা জানান। যদিও বিষয়টি তিনি মজা করে পোস্ট করেছেন কিনা তা স্পষ্ট নয়। এ ধরণের টুইট এর আগেও মাস্ক অনেকবার করেছেন।

মঙ্গলবার করা ওই টুইটে মাস্ক বলেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি, আপনাদের স্বাগতম।

ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে যে আইনি ঝামেলা চলছে তা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে সম্মত হওয়ার পরেও সেখান থেকে ফিরে আসতে চাইছেন মাস্ক। এ নিয়ে টুইটারের সঙ্গে পাল্টাপাল্টি আইনি লড়াই চলছে তার। এরইমধ্যে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেয়ার কথা বললেন। বর্তমানে ইংলিশ ক্লাবটি যুক্তরাষ্ট্রের গ্যাজার পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে গ্যাজার পরিবার কিংবা মাস্ক, কেউই তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

মাস্ক স্পষ্ট করেননি যে, ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে কোনো চুক্তি করার পরিকল্পনা তার আছে কি না।

একটি গণমাধ্যমে গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, গ্যাজার পরিবার ক্লাবটি বিক্রি করতে চাইছে। কিন্তু এ জন্য তাদের ৪৮৪ কোটি ডলার দাম দিতে হবে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বাজে পারফরম্যান্স করে। এ বছরের শুরুটাও হয়েছে জঘন্য। ক্লাবটির ভক্তদের একাংশ এ জন্য গ্যাজার পরিবারকেও দায়ী করছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ