সাতক্ষীরায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো একজনের

আরো পড়ুন

সাতক্ষীরায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় অপর এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে এঘটনা ঘটে।

নিহতের নাম আইজুল ইসলাম সরদার (৪০)।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের বাসিন্দা।

নিহতের প্রতিবেশী হাসানুজ্জামান জানান, আইজুল ইসলাম রাতে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় ধুলিহর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা কিশোর গ্যাংয়ের একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। স্থানীয় জনতা কিশোর গ্যাংয়ের ওই সদস্য ও মোটরসাইকেলটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোর গ্যাং সদস্যের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ