শৈলকুপায় বাসচাপায় প্রাণ গেলো কৃষকের

আরো পড়ুন

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় এক কৃষক নিহত হয়েছেন।

রবিবার (১৪ আগস্ট) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার আসাননগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুধসর গ্রামের কৃষক আইয়ুব শেখ সকালে ভাটই বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক যানটি পালিয়ে গেছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ