বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাগরে জেলেরা

আরো পড়ুন

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সাগরে গেলেন জেলেরা। পটুয়াখালীর উপকূলীয় মৎস্যবন্দরগুলো থেকে শুক্রবার (১২ আগস্ট) বঙ্গোপসাগরে ছুটে যায় হাজার হাজার ট্রলার।

জানা গেছে, লঘুচাপের পর নিম্নচাপের প্রভাবে তিন দিন ধরে উত্তাল সাগর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ডুবেছে বেশ কয়েকটি ট্রলার। এখনো নিখোঁজ ৮ থেকে ১০টি ট্রলারসহ বেশ কয়েকজন জেলে। জীবন বাঁচাতে মাছ ধরা সব ট্রলার নিয়ে উপকূলে ফেরেন জেলেরা।

সাগর কিছুটা শান্ত হলেও এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদফতরের সঙ্গে সমন্বয় রেখে মৎস্য বিভাগও তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। তবে তা মানছেন না জেলেরা।

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শুক্রবার (১২ আগস্ট) দুপুরের পর থেকে পটুয়াখালীর মহিপুর, আলিপুর, কোড়ালীয়া ও চরমোন্তাজ মৎস্যবন্দর থেকে দলে দলে সাগরের দিকে ছুটেছে হাজার হাজার ট্রলার।

এ বিষয়ে জেলেরা বলছেন, জীবিকার তাগিদে ঝুঁকি জেনেও সাগরে যেতে বাধ্য হচ্ছেন তারা।

আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না আসা পর্যন্ত জেলেদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ