জমি বিরোধকে কেন্দ্র করে নারীসহ আহত ৭ জন

আরো পড়ুন

পটুয়াখালীর বাউফলে জমি বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছেন। ৯ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কালাইয়া বন্দরের টেম্পু স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন: রনজিত দাস (৬০), রাধা রাণী (৪০), রাজীব দাস (২৬), সজীব দাস (২০), মধু মেম্বর (৬৫), আশিশ (৩০), এবং আশিক (২৮)। আশিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়দের মতে, রনজিত দাস ও তার বড় ভাই মধু মেম্বরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটির পর মধু মেম্বার ছোট ভাই রনজিত দাসের ওপর হামলা করেন। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মধু মেম্বার দাবি করেন, তিনি এবং তার পরিবার বিএনপি সমর্থক হওয়ায় রনজিত তাকে ও তার দুই ছেলে, আশিষ ও আশিককে কুপিয়ে আহত করেছেন। তবে রনজিত এই অভিযোগ অস্বীকার করে বলেন, বড় ভাই প্রথম হামলা করেছেন এবং জমি বিরোধই ঘটনার মূল কারণ, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পরিস্থিতি শান্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ