পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে বিএনপির সদস্য পদ পাওয়া এনামুল হাসান, যিনি একজন আওয়ামী লীগ কর্মী ছিলেন, খুশিতে তিনটি খাসি জবাই করে উৎসব পালন করেছেন। এই ঘটনা ১৪ মার্চ ঘটে, কিন্তু দুই দিন আগে উৎসবটি পালন করায় বিষয়টি সবার নজরে আসে। এনামুল হাসান ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি নেছার উদ্দিন শিকদারের চাচাতো ভাই এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ফুফা।
এলাকাবাসীর অভিযোগ, এনামুল ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন এবং বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করতেন। এছাড়া, তিনি তার ফুফা কাজী আলমগীরের ক্ষমতা ব্যবহার করে জমি দখল এবং অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
এলাকার বিএনপি নেতারা জানান, এনামুল হাসান সদস্য পদ পাওয়ার পর তার রাজনৈতিক জীবনের বিরুদ্ধে অভিযোগ ওঠায়, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেছেন যে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

