গদখালী ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় গদখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৭৩তম জন্মদিন উপলক্ষে এই বৃক্ষরোপণ করা হয়।

মঙ্গলবার (৯ আগস্ট) গদখালী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বৃক্ষরোপণ করা হয়। এসময় ১০০টি ফলজ, বনজ এবং ঔষুধী গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রিপন। বেনেয়ালী ওয়ার্ড ছাত্রলীগের মেহেদী হাসান, শফিকুল ইসলাম প্রমূখ।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল, মানবিক বাংলাদেশ এর সভাপতি শামসুজ্জামান শিপলু, সেচ্ছাসেবক লীগ নেতা কালাম হোসেন, ইউপি মেম্বর সদস্য, শামিম রেজা চঞ্চল, মিলন হোসেন, যুবলীগ নেতা জাহিদ চৌধুরীসহ অনেকে।

গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন শেখ বলেন, বঙ্গমাতা ছিলেন এদেশের স্বাধীনতার জন্য পর্দার আড়ালে কাজ করে যাওয়া মহিয়সি নারী। তার জন্মদিন উপলক্ষে ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ