বাগেরহাটে লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

আরো পড়ুন

বাগেরহাটের মোংলায় লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

রবিবার (৭ আগস্ট) সকাল ১১টায় সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আ. লতিফ চৌকিদারের বাড়ির সামনের জালে আটকে পরে অজগর সাপটি। সংবাদ পেয়ে ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বনবিভাগ।

ভিটিআরটি (ভিলেজ টাইগার স্পন্স টিম) লিডার আলমগির শিকদার জানান, ইদানিং প্রায় সময়ে খবর পাচ্ছি বন্য প্রাণী বিশেষ করে হরিণ, বানর ও অজগর সাপ লোকালয়ে চলে আসছে। এখানকার গ্রামগুলো বনের খুব কাছাকাছি হওয়ায় এসকল প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। আমরাও তাদেরকে উদ্ধার করে বনবিভাগের সহায়তায় বনে ফিরিয়ে দিচ্ছি।

পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা শাহজাহান মোক্তাদির জানান, সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আ. লতিফ চৌকিদারের বাড়ির সামনে জালে অজগর সাপ আটকা পড়লে ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করি। জালের নাইলনের সুতা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সাপটি মৃতপ্রায় অবস্থায় ছিল। সাপটিকে উদ্ধারকরে দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ