চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় জগদীশপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চম্পা রানী (৪৫) নামের ওই নারী গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
নিহত ওই নারী চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শ্রী সুবল চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জননী চম্পা রানী ।তার একমাত্র ছেলে মারা গেলে সে মানুষিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। কিছু দিন ধরে সে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিল। গতরাতে তার স্বামী বাথরুমের জন্য ঘরের বাইরে গেলে সেই সুযোগে চম্পা রানী ঘরের মধ্যে আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের মেয়ে জানান, গতকাল তার মা এক আত্মীয় মারা গেলে দেখতে যায়। ফিরে এসে আরো বেশি শোকাকাতর হয়ে পড়ে। এদিকে ছেলে মারা যাওয়া শোক আর আত্নীয় মরা শোক সহ্য করতে না পেরে মনে হয় মা আত্মহত্যা করেছে বলে এমনটাই বলেন নিহতের মেয়ে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

