রাজশাহী হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু

আরো পড়ুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন করোনা সংক্রমিত হয়ে ও অপর জন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।

মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও অন্যজন নারী। তারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বাসিন্দা। এদের মধ্যে করোনা সংক্রমণে মৃতদের একজনের বয়স ৯২ বছর ও অপর জন ৯০ বছর বয়সী। আর করোনা উপসর্গে মৃত ব্যক্তি ৬০ বছর বয়সী।

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে তিন জনের প্রাণহানি ঘটেছে। মৃতরা করোনা হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ শয্যাবিশিষ্ট এই ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ১১ জন। যেখানে গতকালও ১৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ১ জন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪ জন রোগী।

এদিকে, বুধবার (৩ আগস্ট) রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭০ শতাংশে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ