যশোরে ছোটভাইকে বাঁচাতে গিয়ে মারা গেলেন বড়ভাইও

আরো পড়ুন

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে মারা গেছেন বড় ভাইও।

বুধবার (৩ আগস্ট) বিকালে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের তৌহিদুর রহমান (৪৫) ও তার ছোট ভাই রুহুল আমীন (৪০)।

নিহত তৌহিদুর রহমানের ভাইরা জিল্লুর রহমান বলেন, বিকালে রুহুল আমিন ঘাস কাটার জন্য ঘাস কাটা মেশিনে বিদ্যুতায়িত হয়ে থাকার কারণে রুহুল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। সে সময় মেশিনটি রুহুল আমিনের শরীরের ওপরে পড়ে। এ সময় বড় ভাই তোহিদুর রহমান ছুটে এসে মেশিনটি ধরে রুহুল আমিনকে বাঁচানোর চেষ্টা করে। সে সময়ও তৌহিদুর রহমান বিদ্যুতায়িত হয়।পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক সন্ধ্যায় দুই ভাইকে মৃত্যু নিশ্চিত করে।

হাসপাতালের চিকিৎসক শুভাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ