দরজা ভেঙে ঝিকরগাছা পৌরসভার নকশাকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছা পৌরসভার নকশাকার মিজানুর রহমানের (৪৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তিনি পৌরসভার সার্ভেয়ারের দায়িত্ব পালন করতেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে তার ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, নিহত মিজানুর মানসিক রোগে ভুগছিলেন। তিনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন ছিলেন।

নিহত মিজানুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামে। তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুলের বিপরীত পাশে আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী জানান, ফজরের নামাজ পড়ে মিজানুর পাশের ঘরে যান। কিছুক্ষণ পরে দুইকন্যা তার বাবাকে ডাকতে থাকলে তার রুমে ডাকতে যাই। দরজা বন্ধ থাকায় বারবার ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর বারান্দার জানালা দিয়ে দেখা যায় তিনি গলায় রশি দিয়ে ঝুলে আছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত মিজানুর মানষিক রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ