নিউজ যেন দুর্নীতিবাজদের পক্ষে না যায়, বললেন দুদক চেয়ারম্যান

আরো পড়ুন

নিউজ যেন কোনো দুর্নীতিবাজদের পক্ষে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে সেগুনবাগিচায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) এর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আপনারা সত্য কথা তুলে ধরুন। তবে দেশ ও জাতির ক্ষতি হয় এমন কিছু লিখবেন না। যেকোনো কিছু লেখার আগে তথ্য যাচাই-বাছাই করে তারপর লিখুন।

তিনি আরো বলেন, নিউজ করার আগে ভাববেন এটা জাতির জন্য কতটা কল্যাণকর, নিউজটা দুর্নীতিবাজদের পক্ষে যেন না যায় সেটা সবাইকে খেয়াল রাখতে হবে।

এ সময় কমিশনার ড. মোজাম্মেল হক খান, জহুরুল হক ও দুদক সচিব মাহবুব হোসেন, র‌্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ