যুদ্ধের ১১ মাস পর প্রথম রাশিয়ান জাহাজ মোংলায়

আরো পড়ুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মেশিনারিজ পণ্যবাহী রাশিয়ান জাহাজ ভিড়েছে মোংলা সমুদ্রবন্দরে। সোমবার বিকালে বন্দরের ৬নং জেটিতে ভিড়ে রাশিয়ান পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ নামের জাহাজটি।

এ জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য রয়েছে। জেটিতে ভেড়ার পর সন্ধ্যায় বিদেশি এ জাহাজের পণ্য খালাসের কাজ শুরু হয়।

বন্দর সূত্র জানায়, ২০২১ সালের ১৭ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৭০০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ ‘এমভি পেসকোয়ালিস’ মোংলা বন্দরে ভিড়েছিল। এরপর ইউরোপের দেশটি থেকে আর কোনো জাহাজ পণ্য নিয়ে আসেনি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। প্রতিবেশী এ দুটি দেশের মধ্যে যুদ্ধ এখনো চলমান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকালে জাহাজটি মোংলা বন্দরে এসেছে। যুদ্ধ সে দেশের আভ্যন্তরীণ বিষয়। আমদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ দেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসে এসব পণ্য। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভালো, তাই নিয়মিতভাবে রাশিয়ান জাহাজ আসবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মোংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের মালিক এইচএম দুলাল বলেন, গত ২৮ জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এ জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন। বিকালে জাহাজটি নোঙর করার পর এদিন সন্ধ্যা থেকেই পণ্য খালাস শুরু করা হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ