জাতীয় শোকদিবসে যশোর যুবলীগের আয়োজনে আগষ্টজুড়ে কোরআন তেলাওয়াত

আরো পড়ুন

যশোরে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বিকালে জেলা যুবলীগের আয়োজনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে শহরের টালিখোলা মাদরাসায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। যা চলবে আগষ্টজুড়ে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, অর্থ সIMG 20220801 WA0014, স্বাস্থ্য সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক মেহেবুব রহমান ম্যানসেল, পৌর কাউন্সিলর রাজিবুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ এ মাসউদ হিমেল, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান মৌমন, শহর শাখা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, জাতীয় শোকদিবস উপলক্ষ্যে আগষ্টজুড়ে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। এছাড়াও দোয়া মাহফিল এবং আলোচনা সভা কমসূচি নেয়া হয়েছে।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ