যশোরের কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জুলাই) বিকেলে প্রেসক্লাব হলরুমে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশন গঠন, সদস্য চাঁদা আদায়, সাধারণ সভার দিন নির্ধারণের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় অংশ নেন সংগঠনের সহসভাপতি আব্দুস সাত্তার মোল্যা, আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, এম আর মঈন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দফতর সম্পাদক মশিয়ার রহমান, গ্রন্থাগার সম্পাদক শিক্ষক মতিয়ার রহমান, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক শেখ শাহীন, নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কে এম কবীর হোসেন, আব্দুর রাজ্জাক ও আব্দুল করিম।
সভায় সর্ব সম্মতিক্রমে মাষ্টার আব্দুস সালামকে নির্বাচন কমিশন চেয়ারম্যান, মদন সাহা অপু ও রুহুল আমিন খানকে সদস্য করা হয়। এ কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। অপরদিকে আগামী ২২ আগস্ট সাধারণ সভার দিন ১০ আগস্টে ভিতর সকল সদস্যকে সদস্যদের মাসিক চাঁদা পরিশোধের করার জন্য আহবান করা হয়েছে।

