ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬৯ হাজার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম হাকিম আহমেদ ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু পেয়েছেন ১৪ হাজার ১ ভোট ।
শনিবার (৩১ জুলাই) ভোটগণনা শেষে রাতে উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহমেদ, শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
প্রসঙ্গত, উপজেলার ১২০টি ভোটকেন্দ্রে ভোট সম্পন্ন হয় ইভিএম পদ্ধিতিতে। মোট ভোটার ছিল ২ লাখ ৯৬হাজার ৬৫৪জন ।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারো শূন্য হয়।

