যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তারেক সরদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত শহিদুল সরদারের ছেলে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মজিদ গাজীর বাড়ির পাশে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, অজ্ঞাত কোনো ব্যক্তি বা ব্যক্তিরা রাতের কোনো এক সময় তাকে সেখানে ফেলে রেখেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

