দ্বিতীয় বিয়ে নিয়ে কলহ, স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী

আরো পড়ুন

ঢাকা অফিস: রাজধানীর বংশাল থানার ধোলাইখাল এলাকায় মো. তুষার (২৪) নামে একজনের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী। শনিবার (৩০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

শনিবার রাত সোয়া ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

স্ত্রী নার্গিস বেগম বলেন, তুষার আমাকে বিয়ে করার পর না জানিয়ে আরেকটি বিয়ে করে। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আমাদের মধ্যে ঝগড়া চলছিল। আমি রাগে তার গোপনাঙ্গ কেটে ফেলি। পরে আমিই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি বলেন, আমাদের পুরান ঢাকার ধোলাইখাল এলাকায়। আর স্বামীর বাড়ি নড়াইলের লোহাগড়ায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বলেন, বংশাল থেকে আহত অবস্থায় এক যুবককে তার স্ত্রী উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছেন। আহত যুবকের চিকিৎসা চলছে। বিষয়টি বংশাল থানাকে জানিয়েছি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ