শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচন চলছে

আরো পড়ুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সালেক।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২য় বারের এই উপ-নির্বাচনে ২ লাখ ৯৬ হাজার ৬শ ৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উপ-নির্বাচনে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট কেন্দ্র রয়েছে ১২০টি। মোট ভোট কেন্দ্র ৮০৩টি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। ১২ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দ্বায়িত্বে রয়েছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৫ পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও পুলিশের মোবাইল টিম রয়েছে ১৭টি, ৩ প্লাটন বিজিবি ও র‍্যাবের ৬ টিম দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সালেক জানান, ২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারও শূন্য হয়। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আব্দুল হামিক, আনারস প্রতীকে আরিফ রেজা মন্নু ও মোটরসাইকেল প্রতীকে আনিচুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বারই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফুরকান আলী জানান, এই ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৬৭১জন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এক ঘণ্টায় ভোট দিয়েছে মাত্র ২০ জন। ভোটার উপস্থিতি একে বারেই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনীয় কাজে নিয়োজিত সবাই সতর্কতার সঙ্গে কাজ করছেন। নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় সে বিষয়ে সবাই সতর্ক আছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ