মহেশপুরে পিস্তল -ফেনসিডিলসহ যশোরের দুই সন্ত্রাসী গ্রেফতার

আরো পড়ুন

আর আই রাজিব, ঝিনাইদ: ঝিনাইদহের মহেশপুরের জাগুসা গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাত ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- যশোরের বেতালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৪) এবং একই জেলার রামনগর খা পাড়া গ্রামের মহব্বত আলীর ছেলে ফরহাদ হোসেন (৩২)।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে, ঝিনাইদহ জেলার মহেশপুর বাজার এলাকায় যশোর থেকে মোটরসাইকেল যোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে আসছে।

এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর উপজেলার জাগুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। এসময় আটক হয় মিলন হোসেন এবং ফরহাদ হোসেন নামে দু’জন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

র‌্যাব সদস্যরা তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার আসামিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, যশোর পুলিশ সূত্র জানিয়েছে আটক ফরহাদ হোসেন যশোরের রামনগর এলাকার যুবলীগ নেতা আলমগীর হত্যা মামলা অন্যতম আসামি। সে দীর্ঘদিন এ মামলায় পলাতক ছিল।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ