ডেস্ক রিপোর্ট: বরিশাল নদী বন্দর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ গোলাম রাব্বি (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মামুন হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তি পালিয়ে গেছে।
শনিবার (৩০ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) ইশতিহাক হোসেন।
গ্রেফতার রাব্বি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার বাসিন্দা।
আর পলাতক মামুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া বাজার এলাকার বাসিন্দা।
এসআই ইশতিহাক হোসেন জানান, শনিবার সকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদীবন্দর এলাকায় অভিযান চালানো হয়। নদীবন্দরের তিন নম্বর গেটের সামনে থেকে রাব্বিকে একটি প্লাস্টিকের বস্তাসহ গ্রেফতার করা হয়। পরে বস্তার ভেতর তল্লাশি করে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো ৬টি পোটলা থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ সময় রাব্বির সঙ্গে থাকা মামুন হাওলাদার কৌশলে পালিয়ে যান। তবে গ্রেফতার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জাগো/এমআই

