যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে আয়রা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়রা বেগম উপজেলার হোগলডাঙ্গা গ্রামের সবুর হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী সবুর হোসেনে জানান, শুক্রবার দুপুরে দিকে আয়রা বেগম ঝাড়ু দিয়ে বাথরুম পরিষ্কার করার জন্য ঝাড়ু আনতে যেয়ে ঝাড়ু আর বিদ্যুতের ছিঁড়া তার এক সাথে থাকার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ।
চৌগাছা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইনামুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

