বিশ্ব সমাজকর্ম দিবস-২০২২ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলা মোড় প্রদক্ষিণ করে পরিষদে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা সালাউদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মেসবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী প্রমূখ।
এবারের প্রতিপাদ্য ছিল ‘একটি নতুন ইউকো সামাজিক বিশ্ব গড়ে তুলি, কাউকে পিছিয়ে না রেখে’।

