বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ রায় বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই উন্নয়নের একাংশের দাবিদার নারীরা। নারীদের অন্ধকারে রেখে দেশে সুষম উন্নয়ন সম্ভব না। যুব মহিলা লীগকে সংগঠিত করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বুধবার (২৭ জুলাই) যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এমপি রনজিৎ আরো বলেন, যে জাতির দল নেই, সে জাতির বল নেই। এ দেশের মানুষ এখন আর না খেয়ে থাকেনা। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
এদিন বিকেল ৬ টায় ভিটাবল্যা আলিম মাদ্রাসা মাঠে সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সালমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, শচীন্দ্রনাথ বিশ্বাস, মুন্সি বাহার উদ্দিন, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার আঢ্য, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুভাষ দেবনাথ আভিরাম, আওয়ামী লীগ নেতা ঈমান আলী মিনা, আব্দুর রাজ্জাক রাজা, মাস্টার মাহফুজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মিলা, জেলা যুব মহিলালী গের সভানেত্রী মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রনি ভৌমিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক টিপু সুলতান, রজিবুল ইসলাম প্রমুখ।
জাগো/এমআই

