প্রতিষ্ঠাবার্ষিকীতে পথশিশুদের শিক্ষাসামগ্রী দিল ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগ

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পথশিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিয়েছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার (২৭ জুলাই) বিকেলে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি প্রাঙ্গনে নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করে সংগঠনটি। পরে ক্রিকেট ব্যাট বিতরণ ও শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে আনন্দ শোভাযাত্রা করে স্বেচ্ছাসেবক লীগ। শোভাযাত্রাটি যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর কেটি, যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, কামরুজ্জামান কামাল, শামসুজ্জোহা লোটাস, সদস্য ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, সাজ্জাতুল জামান রনি, শাহাদৎ হোসেন, মিন্টু মিয়া, মিজানুর রহমান, যুবলীগের সদস্য জাফিরুল হক, শাওন রেজা, তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর, মুন্সী আবুল হোসেনসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

আবুল কালাম আজাদ বলেন, ‘ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সর্বদা অসহায়দের পাশে থাকবে। শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই লক্ষ্যে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। কাজে লাগাতে পারলে আজকের পথশিশুরাও আগামী দিনের দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।’

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ