রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: প্রধানমন্ত্রী

আরো পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেশকে ক্ষতিগ্রস্ত করছে।

বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) বিজনেস ফোরাম এক্সপোর অনুষ্ঠানে গণভবন থেকে ভাচুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, ডি-৮ দেশগুলো নিয়ে বাণিজ্যিক এলাকা গড়ে তোলা সম্ভব।

গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুদিনব্যাপী ডি-৮ সিসিআই বিজনেস ফোরাম এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটি প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ এ এক্সপোর আয়োজন করেছে।

এক্সপোতে সদস্যভুক্ত ৮টি দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন। দেশগুলোর বেসরকারি খাতের মধ্যে সম্পৃক্ততা বাড়িয়ে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন আয়োজনের মূল উদ্দেশ্য।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে ডি-৮ সিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, এ আয়োজন সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে এবং ব্যবসার নতুন সুযোগ উন্মোচনে সম্ভাবনা সৃষ্টি করবে। দেশগুলোর জন্য ব্যবসা ও বাণিজ্য পরিচালনায় এবং তাদের নিজ নিজ অর্থনীতিকে সহযোগিতামূলক পদ্ধতিতে এগিয়ে নেয়ার নতুন দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ডি-৮-এর সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।

এ ছাড়া ৮ সদস্য দেশের পক্ষ থেকে ৪০ জনের বেশি প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ