মাথায় সিলিং ফ্যান পড়ে প্রাণ গেলো স্কুল শিক্ষকের

আরো পড়ুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক দাদরপাড়া গ্রামে ফ্যান ছিঁড়ে মাথার উপর পড়ে সামিনুল ইসলাম (৫০) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে ফজরের নামাজ পড়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত সামিনুল ইসলাম ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে ও স্থানীয় ইডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিহতের চাচাতো ভাই মাসুদ রানা জানান, নিজ ঘরে ফজরের নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে সিলিং ফ্যান ছিঁড়ে তার মাথার উপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

ইডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বাদ যোহর নিজ প্রতিষ্ঠানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ