যশোরের অভয়নগরে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে এক বাসা বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার তালতলা হাসপাতালের পাশে মৃত আলহাজ্ব ইসাহাক আলীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, মৃত আলহাজ্ব ইসাহাক আলী তরফদারের বাড়িতে তার স্ত্রী খুরশিদা বেগম (৬০), মেয়ে রাবেয়া সুলতানা (৩৫) এবং নাতি মাইশা ও তাসফিয়া ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে দেশীয় অস্ত্রধারী ৬-৭ জন সদস্যের সংঘবদ্ধ একটি ডাকাতদল ঘরের দরজা-জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্য সজাগ হয়ে গেলে তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতদল। ডাকাতদলের সদস্যেরা যশোর, খুলনা অঞ্চলের ভাষায় কথা বলছিলো বলে জানায় ওই ক্ষতিগ্রস্থ পরিবার।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন, এটা একটা চুরি। গ্রিল কেটে স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে গেছে। বাড়ির সকলেই বয়স্ক। তারা ভীত হয়ে একেক সময়ে একেক রকম তথ্য দিচ্ছে।

